Monday, 21 July 2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা


 দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:( আজ দিতে হল আমাদের দেশের বিমান দুর্ঘটনার খবর) 

 • ঘটনার সময়: দুপুর ১টা ১৮ মিনিট

 • উড্ডয়নের সময়: দুপুর ১টা ৬ মিনিট

 • স্থান: উত্তরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ

 • বিমান: বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান

 • পাইলট: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর (নিহত)


দুর্ঘটনার বিবরণ:


বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ধরে যায়। ঘটনাস্থলে তখন ক্লাস শেষে কোচিং চলছিল এবং আনুমানিক ১০০-১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। আতঙ্কিত শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে।


প্রাথমিক ক্ষয়ক্ষতি:

 • নিহত: অন্তত ৬ জন (পাইলটসহ)

 • আহত: ৭০+ (বহুজন দগ্ধ)

 • চিকিৎসা: আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে


উদ্ধার তৎপরতা:

 • ফায়ার সার্ভিস: ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে

 • সশস্ত্র বাহিনী ও পুলিশ: দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়

 • উপস্থিত ছিলেন: উত্তরা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা


দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার, আহতদের এবং নিহতদের স্বজনদের প্রতি।


**ঢাকায় ফ্লাই করার সময় আমার সাথেও ফাইটারের TA( Traffic Alert) সংকেত এসেছিল।মাঝে মাঝে আমাদের অনেকক্ষন অপেক্ষা করতে হয় যখন একে একে উড্ডয়ন ও অবতরণ করে।