Wednesday, 19 June 2019

দুঃখের বিষয় বিগত ৩৯ মাসেও শেষ হলো না তনু হত্যা মামলার ডিএনএ পরীক্ষা আর ম্যাচিং 😭


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলাটি ডিএনএ পরীক্ষা এবং ম্যাচিং করার বিষয়ে আটকে আছে। হত্যা মামলার ৩৯ মাসেও সিআইডি পরীক্ষা ও ম্যাচিং শেষ করতে পারেনি। এছাড়া দীর্ঘ সময়েও তনুর হত্যাকারীরা শনাক্ত হয়নি, নেই মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি।

এদিকে তনুর খুনিরা চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তার পরিবার এবং কুমিল্লার বিশিষ্টজনরা। তনুর মা আনোয়ারা বেগমের আকুতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি মেয়ে হত্যার বিচার চাইবেন। আনোয়ারা বেগমের বিশ্বাস প্রধানমন্ত্রী তার মেয়ে হত্যার বিচারে ব্যবস্থা নেবেন।

তনুর পরিবারের সদস্যরা জানান, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে স্বজনরা খোঁজ চালিয়ে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পায়।

পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তনুর দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট।

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। পরে সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করার কথা থাকলেও তা করা হয়েছে কিনা- এ নিয়েও সিআইডি বিস্তারিত কিছু বলছে না।

সর্বশেষ সন্দেহভাজন হিসেবে তিন জনকে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। সে সময় জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা তনুর মায়ের সন্দেহ করা আসামি বলেও জানায় সিআইডি। তবে তাদের নাম জানানো হয়নি।

গণজাগরণ মঞ্চ- কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, তনু হত্যা মামলাটির তদন্তে সিআইডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা খুবই দুঃখজনক।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, তনুর বাবা এবং আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। মৃত্যুর আগে মেয়ের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেয়ের হত্যার বিচার চাওয়ার সুযোগ পেলে অন্তরে শান্তি পেতাম। প্রায় এক বছর ধরে সিআইডির সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। অফিসে গিয়ে তদন্ত কর্মকর্তাকেও পাওয়া যাচ্ছে না।

তনুর মা আরো বলেন, সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকারী কে বেরিয়ে আসবে। কারণ সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি করতে যাওয়ার পর জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, আমাদের কাজে কোনও স্থবিরতা নেই, আমরা কাজ করে যাচ্ছি। ডিএনএ পরীক্ষা এবং ম্যাচিং করার বিষয়টি সময় সাপেক্ষ। ডিএনএ ম্যাচিংয়ের কাজ চলছে। আমরা ডিএনএ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।
@এস.এ মাসুম

Wednesday, 22 May 2019

আসন্ন ঈদ-উল-ফিতরে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে কিছু নির্দেশনা মেনে চলুন...



আসন্ন ঈদ-উল-ফিতরে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে কিছু নির্দেশনা মেনে চলুন...

সমগ্র বাংলার জনগনকে নির্দেশনা গুলো মানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনা গুলো হল -

১/ ঈদগাহ্ মাঠের নিরাপত্তা:

ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন,
ঈদের জামায়াতের সময় অপরিচিত/দুষ্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন,
অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সর্তক থাকুন,
ঈদের জামায়াতের আশেপাশে ও ফুটপাতে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সর্তক থাকুন,
ঈদ উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন,
ঈদগাহ্ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করা হল,
নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে ঈদগাহ্ মাঠের প্রবেশ ও বাহির পথে নজরদারী রাখার ব্যবস্থা করতে হবে,
ঈদগাহ্ মাঠের যানজট নিরসনকল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন এবং প্রয়োজনে তালাবন্ধ করুন,
প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতা গ্রহণ করুন।

২/ বাসা/বাড়ির নিরাপত্তা:

ঈদ উপলক্ষে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন,
আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন,
দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন,
মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন,
বাসায় গেট দরজা খোলা রেখে ঈদের নামাজ পড়তে যাবেন না।

৩/ মার্কেট, শপিং মল, কার পার্কিং ও ব্যাংক লেনদেন বিষয়ে নিরাপত্তা:

দোকান মালিকগন মার্কেট/শপিং মলে কোন নগদ অর্থ রাখবেন না,
মার্কেট/শপিং মল ত্যাগের পূর্বে অবশ্যই নিশ্চিত হোন যে, আপনার প্রতিষ্ঠান যথাযথভাবে তালাবন্ধ করা হয়েছে,
স্বর্ণের দোকান, ব্যাংক, বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান হলে সিসিটিভি এবং এলার্ম স্কিম ব্যবহার করুন এবং নিশ্চিত হোন তা সক্রিয় রয়েছে,
ব্যাংক থেকে উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন,
মার্কেট/শপিং মলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর বিশ্বস্ততা সম্পর্কে নিশ্চিত হোন,
মার্কেট/শপিং মলের সকল চাবি নিজের কাছে রাখুন,
গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন,
মার্কেট কিংবা বিপণি বিতানে গমনের সময় দামি অলংকারাদি ব্যবহার থেকে বিরত থাকুন,
পকেটমার, ছিনতাইকারী, প্রতারক ও দুষ্কৃতিকারী হতে সাবধান হোন,
মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন,
মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিজেদের জেনারেটর ব্যবহারে অধিক তৎপর হোন।

৪/ রাস্তা/যাত্রাপথে নিরাপত্তা:

নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নিন।
রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন।
রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন।
সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।
রাস্তায় বাস/ট্রেন/লঞ্চ টার্মিনালের সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না।
সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু খাবেন না।
যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সতর্কতা অবলম্বন করুন।
মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
ট্যাক্সি/অটোরিকশা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন।
যাত্রীদেরকে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।

৫/ যানজট নিরসনে ট্রাফিক সচেতনতা:

ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
নির্দিষ্ট লেনে গাড়ি চালান।
রাস্তার বিপরীত দিকে গাড়ি চালাবেন না।
যত্রতত্র বাস ও সিএনজি থামাবেন না।
যত্রতত্র গাড়ি ও সিএনজি পার্কিং করবেন না।
প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান।
মোটর সাইকেলে লুকিং গ্লাস ব্যবহার করুন।
গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।

@এস.এ মাসুম

Wednesday, 10 April 2019


Nusrat Jahan Rafi has passed away. This young woman was assaulted by her madrassa principal and protested. That in itself took a lot of courage; to file a formal complaint against the head of your school, who is also locally powerful and influential; to do so being part of a community that is heavily religious with the attendant gender conservatism.

As a result, she was set on fire by schoolmates. They took her up to the rooftop of the madrassa and set fire to her. The last few days she battled valiantly to live; her interview, where you can see her wrapped in bandages from neck to toe, was heartbreaking to watch. She must have been in unimaginable agony, eighty percent of her body burned, and still she said, "আমি...এ অন্যায়, এ অন্যায়ের প্রতিবাদ করবো, শেষ নিশ্বাস পর্যন্ত।" ("I will protest, I will protest this crime until my last breath.")

She was burned alive because she told.

Her family has reported that the local police are trying to muddy the process (http://tinyurl.com/yxklwd5m); the officer in charge initially commented they would look into whether she was attacked or this was suicide and it took several days for the police to actually bring in the principal for questioning. And yesterday, the local students and residents brought out a rally to demand the 'unconditional release' of this principal. He has, needless to say, connections with locally influential politicians. Oh, and, of course, this is not the first such accusation against him. A coworker has gone on record to say that molesting students was a regular thing he did.

Perhaps in death Nusrat will finally find some peace. At least she isn't in pain any longer.

Rest in peace, brave one.

https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2019/04/10/feni-madrasa-student-loses-the-battle-for-life?fbclid=IwAR1I5MsE7XODm_ilZzfDvGLP_JeiTrwA4LhfknYUasehc2-LzTIUvINv4CU

@SA Masum

Monday, 25 March 2019

তোমার কি লজ্জা করেনা ?


আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম🙏
পোস্ট টি করার জন্য😿
এই পোষ্ট এ কিছু বাস্তব তুলে ধরলাম 😪
কেউ খারাপ চোখে দেখবেন না,, 😔
আসা করি সবাই পড়বেন,,😞

* আচ্ছা তোমার কি লজ্জা করেনা ?? 😦
তোমার বয়ফ্রেন্ডের সাথে অবাধ মেলামেশা করো, 😯
বাসায় ফিরে সেই নষ্ট শরীর নিয়ে নিজের মা- বাবার সামনে দাঁড়াও😤
ঘন্টার পর ঘন্টা আবাসিক হোটেলে অথবা বন্ধুর বাসায় মেলামেশায় ব্যস্থ 😢
এবং কোন কারণে ব্রেকাপ হওয়ার পর অবশেষে অপরিচিত একজনের সাথে যখন সেজে গুজে
বিয়ের পিড়িতে বসো !! 😴
তখন একবারও কি লজ্জা লাগেনা, একবারও কি ভাবোনা, 😥
আমি কেন এত সাজুগুজু করছি,কি আছে আমার কাছে, আমি তো চরিত্রহীনা, 😣
আমি তো আমার স্বামীর হক নস্ট করে ফেলেছি,😰
আমি তো তাকে ঠকিয়ে ফেলতেছি !! 😟
একবারও কি মনে হয় না, কিসের এত আয়োজন ?😵
এই নস্ট শরীরটাকে লাল কাপড়ে পেচিয়ে, 😕
সোনার হার/ বালা/কানের দুল পরে এবং শরীরের উচুভূমিকে জোর করে সমতল ভূমি বানিয়ে 😑
বিয়ের আসর পার করে দিলেই কি তুমি নিজেকে সতী মেয়ে প্রমাণ করে ফেলছো !! . . 😨
জানি তখন তোমার বিবেকে নাড়া দিবে, তুমি চোখের জল ফেলবে এবং বলবে যে কেন আগে এসব করলাম l
হয়তো স্বামীর কাছে অস্বীকার করে পার পেয়ে যাবে😫
হয়তো তোমার স্বামী সব বুঝেও কিছু জিজ্ঞেস করবে না, 😰
কারণ স্বামী মেনে নিতে বাধ্য, 😖
কিন্তু সারাটিজীবন তো কলংকের দাগ থেকেই যাবে !! . .😼
তাইতো বলছি,নিজের সতীত্বের সম্মান দিতে শিখো 👌
সামান্য একটা বয়ফ্রেন্ডের
দু চারটা মিস্টি কথা শুনে
যে সব বিলিয়ে দিতে হবে
এমন তো নয় !! 🙏
নিজের মনকে শক্ত করো, আল্লাহ কে ভয় করো !! 😿
মেয়েদের জীবন বড়ই কঠিন সতীত্ব ঠিক রাখা সেই কঠিন জীবনের সবচেয়ে কঠিন কাজ !!😓

আজকাল অনেক ছেলে
মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স!!🙀

২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি
এটা প্রয়োজন হয়ে দাড়ায়!!
কিছু মাস বা ১/২ বছর পর
এমন এক পরিস্থিতি দাড়ায়,,
এক জিনিস কয়দিন ভালো লাগে???
নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ!!😰

কিন্তু এটা চরম সত্য যে,,
৯৪% ছেলেই কোন স্বার্থ ছাড়া
শারীরিক সর্ম্পকের পর কোন
মেয়েকে তার ঘরের বউ হিসেবে
মেনে নিতে চায়না !!
( আমি একজন ছেলে হয়েও
সত্যি টা আজ উপস্থাপন করলাম।)😟

#মেয়েদের_বলছিঃ
আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম,,
একবার ভেবে দেখো তোমাকে
বিয়ে করতে একটা ছেলের
চাকরি জোগাড়,
পরিবারকে রাজি করানো,
মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি
কত ঝামেলা আর টাকার ব্যাপার,,
এর পর সে তোমাকে পাবে,😕

এখন তুমি যদি তার আগেই
তাকে সব দিয়ে দাও
আর এত ঝামেলা করতে
কি তার মন চাইবে???
বিয়ে না করে ২টা মিষ্টি কথায়
সব হলে পাগলেও
বিয়ে করবে না তোমাকে!!😇
↓↓
★ হে বোন...!
নিজেকে সস্তা করো না!!
বোন,, তুমি নিজেও জানোনা যে,
তুমি তোমার মা-বাবার
কত দামী আর কত কষ্টের
অর্জিত মূল্যবান সম্পদ!!✌

#ছেলেদের_বলছিঃ
যে মেয়েটার ক্ষতি করছো,, !!
একবার ভাবো,
তোমার আদরের লক্ষী বোনটাকে
যে কিনা আজ আবদার ধরেছে
ভাইয়া আমার জন্য চটপটি আনিস,,
আর তুমিও তাকে
অনেক ভালোবাস!!👌

অনেক কষ্ট করে খুজে
একটি ভাল পাত্র জোগার করলে
তাকে সুখি দেখতে চাও!!
এখন সে এসে বললো ভাইয়া
নেটে আমার ভিডিও আসছে!!
★হে ভাই,, কেমন লাগবে
তোমার ভিতরটায়???
(( তাই বলি,
আসো সময় থাকতে সাবধান হই!!
আসো আমরা একটু ভাবি!!
আসো আমরাই শুরু করি,,
একদিন সমাজটাই পাল্টে যাবে!!))✌👌
জীবন কিন্তু একটাই
তাই সময় থাকতে আমরা সবাই
আল্লাহ কে ভয় করি।..
তাইতো বলিতেছি.
ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিওনা !!
{বিঃ দ্রঃ} লেখায় ভুল-ত্রুটি হলে মাফ করবেন)

ব্লগার- এস.এ মাসুম

Friday, 8 February 2019

"ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।।"


"ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।।"☺
-আত্মহত্যাকারী ডাঃ মোস্তফা মোরশেদ আকাশ

@লেখাটি তে কিছু খারাপ ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত।

একজন মানুষ কোন অবস্থার মধ্যে থাকলে এমন একটা কথা বলতে পারে, সব কিছু জানার পরও আত্মহত্যার মতো মহাপাপ কে বেছে নিতে পারে, সেটা আমরা তার জায়গা থেকে কখনো ভাবি না। হ্যা এটা ঠিক যে সবার উপরে জীবন সত্য, কিন্তু সেই জীবনে যখন জীবনের মতো করে বেঁচে থাকা না যায়, তখন আর জীবনের কোন মানে থাকে না। সেটা তার জায়গায় না থাকলে কেউ বুঝবে না। হয়তো সে চাইলে এটা রিপ্লেসমেন্ট করতে পারতো, নতুন সংসার সাজাতে পারতো কিন্ত তার ৭ বছরের এতো যত্নের ভালোবাসার কথা কেউ ভাবে না, কেউ ভাবে না হয়তো তার ভালোবাসাই তার বেচে থাকার স্বপ্ন ছিলো। কেউ ভাবে না হয়তো সে, ঐ মাগীর মতো করে অন্য কারো সাথে নিজেকে বা নিজের বিছানা অন্য কাউকে শেয়ার করার কথা ভাবতেও পারতো না। কিছু মানুষিক যন্ত্রণা আছে যা আমরা আত্মহত্যাকারীর জায়গা থেকে কখনো ভাবতে পারি না। আমরা পারি মুখ খুলে তাদের বকা দিতে, আর ঐসব মাগীদের বাহবা দিতে।🙏
এতকিছুর পরও চাদরের আড়ালে মুখ লুকিয়ে রাখা এই সুশীল সমাজ মিতুদের-ই সমর্থন দেয়। কারণ মাগীদের সাথে সুশীলদের একটা সম্পর্ক থাকে বটে।😡😡
ওপারে যাই হোক, অন্তত দুনিয়ার দোযখ থেকেতো মুক্তি পাইছিস ভাই এটাই ভাল।।
SA Masum FâRâBi