Friday, 8 February 2019

"ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।।"


"ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।।"☺
-আত্মহত্যাকারী ডাঃ মোস্তফা মোরশেদ আকাশ

@লেখাটি তে কিছু খারাপ ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত।

একজন মানুষ কোন অবস্থার মধ্যে থাকলে এমন একটা কথা বলতে পারে, সব কিছু জানার পরও আত্মহত্যার মতো মহাপাপ কে বেছে নিতে পারে, সেটা আমরা তার জায়গা থেকে কখনো ভাবি না। হ্যা এটা ঠিক যে সবার উপরে জীবন সত্য, কিন্তু সেই জীবনে যখন জীবনের মতো করে বেঁচে থাকা না যায়, তখন আর জীবনের কোন মানে থাকে না। সেটা তার জায়গায় না থাকলে কেউ বুঝবে না। হয়তো সে চাইলে এটা রিপ্লেসমেন্ট করতে পারতো, নতুন সংসার সাজাতে পারতো কিন্ত তার ৭ বছরের এতো যত্নের ভালোবাসার কথা কেউ ভাবে না, কেউ ভাবে না হয়তো তার ভালোবাসাই তার বেচে থাকার স্বপ্ন ছিলো। কেউ ভাবে না হয়তো সে, ঐ মাগীর মতো করে অন্য কারো সাথে নিজেকে বা নিজের বিছানা অন্য কাউকে শেয়ার করার কথা ভাবতেও পারতো না। কিছু মানুষিক যন্ত্রণা আছে যা আমরা আত্মহত্যাকারীর জায়গা থেকে কখনো ভাবতে পারি না। আমরা পারি মুখ খুলে তাদের বকা দিতে, আর ঐসব মাগীদের বাহবা দিতে।🙏
এতকিছুর পরও চাদরের আড়ালে মুখ লুকিয়ে রাখা এই সুশীল সমাজ মিতুদের-ই সমর্থন দেয়। কারণ মাগীদের সাথে সুশীলদের একটা সম্পর্ক থাকে বটে।😡😡
ওপারে যাই হোক, অন্তত দুনিয়ার দোযখ থেকেতো মুক্তি পাইছিস ভাই এটাই ভাল।।
SA Masum FâRâBi

No comments:

Post a Comment