অনেক সময় স্বামী-স্ত্রী পরস্পর ঝগড়া করার সময় একজন অপরজনকে নিজের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। আর বলে “আপনি আগে আমার অধিকার গুলো আদায় করুন! তুমি আগে নিজের দায়িত্ব পালন করো।“
.
এইক্ষেত্রে আমরা বলব, স্বামী-স্ত্রীর সম্পর্কটা নিছক বিধানের উপর নির্ভর করে না। এই সম্পর্কের ভিত্তি হল প্রেম-ভালোবাসা। প্রত্যেকেই একে অপরের দায়িত্ব পালনে সচেষ্টা থাকবে এবং নির্ধারিত দায়িত্ব থেকেও অধিক করার মানসিকতা রাখবে। কখনো কখনো উভয়েই সেক্রিফাইস করবে।
.
পরিবার কোন শরীকানা প্রতিষ্টান না যে এখানে প্রতিপক্ষ স্বরূপ দুই শরীক একে অপরের কাছ থেকে কড়া-গন্ডায় হিসেব নিবে। পরিবারে কোনভাবে বিতর্ক দেখা দিলে উভয়েই আল্লাহ প্রদত্ত ভালবাসা ও মুহাব্বতের কাছে আশ্রয় নিবে। মহান আল্লাহ তায়ালা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য সংগিনীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মাঝে পরস্পারিক ভালবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন।
.
No comments:
Post a Comment