Monday, 11 October 2021

স্বামী-স্ত্রীর সম্পর্কটা নিছক বিধানের উপর নির্ভর করে না !


অনেক সময় স্বামী-স্ত্রী পরস্পর ঝগড়া করার সময় একজন অপরজনকে নিজের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। আর বলে “আপনি আগে আমার অধিকার গুলো আদায় করুন! তুমি আগে নিজের দায়িত্ব পালন করো।“

.
এইক্ষেত্রে আমরা বলব, স্বামী-স্ত্রীর সম্পর্কটা নিছক বিধানের উপর নির্ভর করে না। এই সম্পর্কের ভিত্তি হল প্রেম-ভালোবাসা। প্রত্যেকেই একে অপরের দায়িত্ব পালনে সচেষ্টা থাকবে এবং নির্ধারিত দায়িত্ব থেকেও অধিক করার মানসিকতা রাখবে। কখনো কখনো উভয়েই সেক্রিফাইস করবে।
.
পরিবার কোন শরীকানা প্রতিষ্টান না যে এখানে প্রতিপক্ষ স্বরূপ দুই শরীক একে অপরের কাছ থেকে কড়া-গন্ডায় হিসেব নিবে। পরিবারে কোনভাবে বিতর্ক দেখা দিলে উভয়েই আল্লাহ প্রদত্ত ভালবাসা ও মুহাব্বতের কাছে আশ্রয় নিবে। মহান আল্লাহ তায়ালা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য সংগিনীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মাঝে পরস্পারিক ভালবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন।
.

যখন পরিবারে ‘আমার অধিকার’, ‘তোমার দায়িত্ব’ - এই শব্দগুলোই প্রতিধ্বনিত হতে থাকে, তখন বুঝতে হবে এই পরিবার সেই পবিত্র ভিত্তির উপর প্রতিষ্ঠা লাভ করেনি যার উপর একে প্রতিষ্ঠা করা দরকার ছিল। প্রত্যেক প্রতিষ্ঠান কিংবা কোম্পানির ভিত্তি থাকে ন্যায়ের উপর। কিন্তু পরিবারের ভিত্তি থাকে আরো উর্ধ্বে, একে অপরকে প্রাধান্য দান এবং আত্মত্যাগের উপর। প্রেম ও ভালবাসার উপর।

©এস.এ মাসুম

No comments:

Post a Comment