ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।"
(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদাত। যা শিরকের অন্তর্ভুক্ত)
ফেসবুকে একমাত্র মানুষকে দেখানোর জন্য, আর নিজের বড়ত্ব জাহির করার জন্যই পোস্ট করা হয়, এছাড়া আর কোনো যৌক্তিক কারন নাই..!!
অথচ কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ও হেদায়েত দান করুক। (আমিন🤲)
@samasumbd
No comments:
Post a Comment